এই যে গাছ দেখছো সবুজে ঘেরা ছায়া,
তপ্ত রোদে শীতল বাতাস দেয়। অথচ,
ভুলে গিয়ে তার সব উপকার,
প্রাপ্তি হয় মৃত্যুদণ্ড মানুষের দেওয়া উপহার।
নিজেদের হাতে নিজেদেরই সোনার দেশ,
করছে মরুভূমি সব গাছ কেটে শেষ।
আপন পা'য়ে আপনি কুড়াল কে'বা মারিতে পারে!
মানুষের নীতি হয়েছে এই,
যে করে উপকার, মৃত্যু দান করে তাহাকে'ই।
সবুজ শ্যামল দেশটা আমার কতোই অসহায়,
মানুষের নির্মম ব্যবহার প্রকৃতিকে দিচ্ছে যে ক্লেশ,
তাই দেখিয়া পরান ফাঁটিয়া যায়।
নেই কি কভু এই অত্যাচারের শেষ।
যদি না বাঁচে বৃক্ষ মানুষ বাঁচিবে কেমনে,
সৃষ্টির সেরা জীব মানুষ এটা কি প্রকৃতি কখনো মানে।