তোমরা যে প্রেম করিয়াছ ভবে,
সেই প্রেম আমি নাহি চাই গো।
প্রেম করিয়াছে রাধার সনে কালা,
সেই প্রেম আমি চাহি গো।

এ যে স্বার্থে ভরে আছে পৃথিবীর প্রেম,
কি করে সে প্রেমখানি চাই গো।
না, এ প্রেম সে যে কেবলি মোহের যাতনা,
এই প্রেম আমি নাহি চাই গো।

চাহি সেই রাবীন্দ্রিক প্রেম স্বার্থবিহীন,
চাহি সেই কবির কাব্যে লেখা উপমা,
চাহি সেই স্পর্শবিহীন ছুঁয়ে যাওয়া অনুভব,
আমি সেই বিচ্ছেদ-বিহীন প্রেম চাই গো।

দিতে যদি পার তবে,
বিচ্ছেদে প্রেমখানি উজ্জ্বল হবে।
যদি আস! দেখিবে জীবনের শেষে,
কাটিয়ে দিব সমস্ত রজনী শুধু ভালোবেসে।

দিবে কি সেই প্রেম? যাহা হৃদয়ে আছে গাঁথি,
তাহলে এবার এসে,
ভরিয়ে দাও জীবন ভালোবেসে।