ব্রজধামে বাজে মৃদু বাঁশির সুর,
রাধার নয়নে অনুরাগের নূর।
যমুনার জলে চাঁদের প্রতিচ্ছবি,
প্রেমের গাথা মধুর রবি।

কৃষ্ণের বাঁশিতে হৃদয় ভরে,
রাধার মনে প্রেম উথলে পড়ে।
বৃন্দাবনে ফুলের মালা,
সাক্ষী থাকে প্রেমের জ্বালা।

সুধা মিশে যায় হাসি-কান্নায়,
দুই হৃদয় এক সুরে গায়।
অভিমান ভুলে প্রেমের খেলা,
রাধাকৃষ্ণের যুগল মেলা।