১.
তুমি আমায় ভালোবেসে করিয়াছ ঋণী
এই ঋণ শোধাই কেমনে?
সম্ভব নয় তাহা, মাএ একটা জীবনে।

২.
শুনিয়াছ প্রিয় সবাই বলে,
তোমায় ভালোবাসিয়া করিয়াছি নাকি বড় ভুল,
উত্তরে হাসিয়া কহি আমি, সেই ভুলখানি
হৃদয়ে ফুটিয়াছে, হয়ে অনন্ত প্রেমের ফুল।

৩.
তাকিয়ে আছি আকাশ পানে, বসে ভাবছি ছাঁদে,
তুমি চাঁদ হয়ে দূর থেকে দেখছ আমায়,
আমিও দেখছি তোমায় আনমনে।

৪.
কিভাবে তোমায় মন থেকে বের করি,
এই মনের মালিক তো তুমি'ই,
ভাড়ায় যে আমি থাকি।

৫.
নদীর জলও শুকায়, আবার আসে ফিরে,
হৃদয় ভাঙিয়া যে হারায়, সে আর নাহি ফিরে।