প্রেম বাঁধা পেলেই বৃদ্ধি পেতে থাকে।
সমাজ প্রেমীককে বেঁধে রাখতে সক্ষম হয়,
কিন্তুু প্রেমকে নয়, প্রেমীকের হৃদয়কে নয়।
প্রেমের কখনো বিচ্ছেদের সাথে দেখা হয় না,
ঠিক যেমন দেখা হয় না, দিনের সাথে রাতের।
বিচ্ছেদ তো হয় কেবলই সম্পর্কের।
প্রেম হচ্ছে সব থেকে পবিত্র এবং শ্রেষ্টতম অনুভব।
একবার হলে মৃত্যুর পূর্বে শেষ হতেই পারে না।
যেটা শেষ হয় সেটা কেবলই সম্পর্ক ছিল, প্রেম না।
প্রকৃত প্রেম সমস্তকিছুতে বিরাজ করতে থাকে চিরকাল।
তখন আর কাউকে ঘৃণা করা সম্ভব হয় না।
প্রেম অমৃতের মতো হৃদয়কে প্রশান্ত করে।
সেজন্য প্রেম লাভ করতে হলে নিজেকেও আগুনে
দগ্ধ হতে হয়। যে কখনো দগ্ধ হয়নি,
সে ঠুনকো সম্পর্ককেই প্রেম ভেবে ভুল করে।
নষ্ট সম্পর্ককে "প্রেম" আক্ষা দিয়ে লাঞ্ছিত করে।
"কাম'কে প্রেমের সূত্র দিয়ে আটকে যায় সেখানেই,
কখনো পৌঁছাতেই পারে না এর উর্ধ্বে, প্রেমের নিকট।
যেখানে নেই আত্মসমর্পণ, নেই কোনো শ্রদ্ধা-সম্মান,
সেখানে প্রেমের বাস কিভাবে হতে পারে!
পাওয়ার লোভে মৃগের মতো ছুটছে সবাই, কিন্তুু
যেখানে আকাঙ্খা থাকে, থাকে হারানোর ভয়,
সে যে প্রেম নয়, "প্রেম" সে'তো নিঃস্বার্থ হয়।