যার জন্য এতো শত কবিতা করিলাম রচন,
বুঝলোনা সে হৃদয়ে জমে থাকা প্রেম,
ভাবলো, সব অকৃতজ্ঞ মূলহীন বচন।

আমার এই হৃদয় ভাঙিয়া, গিয়েছে চলে,
শুনেছি, আজ সে সুখেই আছে অনেক
পাড়াপ্রতিবেশি আত্মীয়-স্বজন বলে।

আমার সমস্ত দুপুর সমস্ত মন খারাপের কারণ,
অদৃশ্য সম্পর্ক নামহীন, শুধু প্রকাশ করা বারণ।
যার জন্য রাএী জাগা চোখে অজস্র অশ্রু জল,
বোঝাতে ব্যর্থ, আজও পুড়ে যায় হৃদয়ের অতল।

কি হবে মিথ্যা প্রয়াস করে তুমি যে হারিয়েই গেলে,
চাইনা আর পূর্বের ন্যায়, সুখে থাকো প্রিয়ে,
যাকে জীবনসঙ্গী হিসেবে পেলে।
তাকে নিয়ে।

খুঁজতে এসো না আর, আমিও গিয়েছি হারিয়ে,
মোহ-মায়া, সংসারের সকল বন্ধন ছাড়িয়ে।