তোমার চোখে রইল কেন, অভিমানের ছায়া,
আমার কথায় লাগল বুঝি, দুঃখেরই কায়া?
নিঃশব্দে কাঁদো, বলো না কিছু,
মন খারাপের সুর কন্ঠে তোমার, বুঝি গো সবকিছু।

ঠোঁটের কোণে বিষাদ তবুও! হাত বাড়ালে ফিরিয়ে দাও,
পাশে থেকেও কেন সখী, দূরত্বেই প্রাণ বাঁধাও?
তুমি এলে, তাকালে শুধু, চোখে চোখ রাখলে না,
কথা ছিল, কাছে আসবে, অভিমানে আসলে না।

জমে থাকা মনের ব্যথা, প্রকাশ করো একটু জান,
ভালোবেসে ভেঙে দিব, পাহাড় সমান অভিমান।
জড়িয়ে নাও শক্ত করে, হাতটি রেখে হাতে,
স্মৃতির পাতায় লিখে রাখি, ভালোবাসা অভিমানেরই সাথে।