সখী আমার কহে না কথা, করিয়াছে অভিমান,
বোঝাই কেমনে, তাহার লাগি কেমন করে এই পরান।
ভালোবাসি কতো, পাগলের মতো।
একদিন বুঝিতে পারিবে সখী, সেইদিন ফিরিয়া পানে,
চাহিবে নয়ন তুলি, সকল অভিমান ভুলি।
ভালোবাসিবে মোরে, সে কথা হৃদয় জানে।
সখী, যদি না ক'হো কথা কিছু,
তবুও ছুটিব তোমার পিছু।
এ ভূবণে বাঁচিবে যতোদিন এ জীবন, এই প্রাণ,
আমি শুধু ভালোবেসে যাব, তুমি করো অভিমান।