আজও সেই নিরালায় দাঁড়িয়ে আছি, হৃদয়ে অনন্ত
তৃষ্ণা নিয়ে, তোমার অপেক্ষায় স্থির হয়ে।
শুধু একবার তোমায় কাছে পাওয়ার আশায়।
একটিবার বলো তুমি ফিরে আসবে। এটা বলছি না
কখন আসবে সেটা বলো,শুধু এতটুকু বলে দাও,
কোনো একদিন ফিরে আসবে আমার কাছে।
তোমার জন্য আমি যুগ যুগ দাঁড়িয়ে থাকতে পারব
সেই চিরচেনা নিরালায়। যেখানে স্মৃতি ঘেরা
পরিবেশ ডাকছে, তারাও অপেক্ষায় রয়েছে
আমাদের মিলনের সাক্ষী হতে।
বলছি না তোমাকে এই জন্মেই আসতে হবে,
তোমার জন্য শত জন্ম অপেক্ষা করব
এই পিস ঢালা রাস্তার মোড়ে।
যদি ভারি বর্ষা হয়, যদি প্রচন্ড ঝড় আসে,
তুমি কি একটিবার আমায় দেখতে আসবে না?
আমায় কি ছাতা ধরবে না।
যদি না আস তবুও আমি চিরকাল তোমার
অপেক্ষায় দাঁড়িয়ে থাকব।
শুধু এতোটুকু বলো তুমি আসবে,
তার পর আমি হব ইতিহাস।
সেই চেনা রাস্তায় আবার দুজনে পাশাপাশি হাত
ধরে হাঁটব,
আবার আমরা একসাথে বৃষ্টিতে ভিজব।
দু-কাপ চায়ে জমবে আমাদের আড্ডা,
কোনো প্রশ্ন না করে অবাক হয়ে চোখে চোখ রেখে
আমার সব জমানো কথাগুলো শুনবে।
আমার এই ছোট ছোট ইচ্ছেগুলো_
তুমি ছাড়া যে অপূর্ণ।
তোমার জন্য না হয় পরবর্তী জন্মের অপেক্ষায় থাকব।
তুমি শুধু একবার বলো আসবে,
তার পর আর তোমাকে কিছু করতে হবে না।
আমাকে এই নিরালায়ই পাবে, তোমায় দেখার তৃষ্ণা
নিয়ে দাঁড়িয়ে আছি জন্ম-জন্মান্তর। শুধু মনে রেখ
আমি আছি তোমার অপেক্ষায়।