তোমরা কি বুঝিবে মোরে
ভেতর কার জন্য জ্বলে।
আপন মানুষ বলে কারে,
চোখ দেখিয়ে যে মন বুঝিতে না পারে।
তোমরা যদি পর হও আপন তবে কে!
যার জন্য মন পুড়েছে আপন কি তবে সে?
এমনই যদি হবে কেন তবে,
দূরে যেতে দিলে,
স্বপ্নগুলো আজ খাঁচায় বন্দী,
তাকে হারিয়ে ফেলে।
আজ এই জীবন-ধারা
সে'কি কেবল তার'ই জন্য?
চাইলে কি পারতে না তোমরা মেনে নিতে!
নাকি কারণ ছিল কিছু অন্য?
নতুন করে পারছি না আর
নিজেকে কোথাও খুঁজতে,
তোমাদেরও রয়েছে দোষ
পারছো না সে'কি একটুও বুঝতে?
ভালোবাসা মানেই পাওয়া নয়' যা হয়েছে বেশ,
নতুন করে ভাবতে চাইনা
জীবন এখানেই শেষ।