নদীতে বইছে স্রোত_
মনে শুধু তোমারই অবরোধ!
তোমায় নিয়ে সুখে-দুখে গান গেয়ে যাই সারা বেলা,
হয়েছিল কিছু প্রহর পূর্বে আমাদের প্রেমের মেলা।
ওগো সে'কি কভু মনে পরে হৃদয়ে তোমার?
ছিলে যখন সাথে,
বলেছিলে_
থাকিবে আমার পাশে সারা-জীবনভর।
তুমিহীন নৌকায় ঘুরে-ফিরি একা,
পাগলের মতো ছুটছি_এদিক-ওদিক!
যদি পাওয়া যেত একটুখানি তোমার দেখা।
নদীর মাঝে শূন্য হয়ে একা দেখি জলের ঢেউ!
আশা ছিল তুমি থাকবে,তুমি নেই, কেউ নেই,
মনে রেখ_
তুমি ছাড়া পাশে থাকবে না অন্য কেউ।