এসো তুমি এবার সুন্দরী নারী,
অপেক্ষা করিতে আর নাহি পারি।
বন্দী করে হৃদয়ের আকুল আশা,
নির্মল করো গো দিয়ে হৃদয়ের গোপন ভালোবাসা।
নব যৌবন তুমি হীন,
রজনী গত, হয়ে যায় শত, আনন্দ বিহীন।
কবে আসিবে সখী খেলিতে পিরিতের খেলা,
যৌবন নদীতে উঠিয়াছে ঝর ফুঁড়িয়ে যায় বেলা।
নিশিথে চাঁদের আলো, লাগেনা যে আর ভালো!
তোমার পরশ ছাড়া ওগো নারী,
এভাবে আর কতোকাল ফেলিব নয়ন বারি।
এসো তুমি এবার মনের রাজকুমারী,বসো কোলটি ঘেঁসে,
হারিয়ে যাব দুজনে রজনীভর শুধু ভালোবেসে।
অপেক্ষা করিতে আর নাহি পারি।
এসো তুমি এবার ওগো সুন্দরী নারী।