যখন তুমি চলে গেলে,
যাওয়ার বেলায় ফিরে ফিরে তাঁকালে,
তার পর আর নিজেকে খোঁজা হয়নি।
তুমি যেন আমার সমস্ত বসন্ত নিয়ে চলে গেলে,
তবুও আমি অপেক্ষায় থাকব।
যেদিন তুমি আসবে!
নতুন করে আবার বসন্ত উদয় হবে আমার জীবনে।
তুমি নেই
নিজেকে কার জন্য খুঁজব, কোথাও নেই এমন মায়া,
তুমি ছাড়া যে চাইনা অন্য কারো ছায়া।
যতক্ষন পর্যন্ত তোমার দেখা না পাই,
আমার এ-জীবন, সে যে গতিময় হবে না,
দাঁড়িয়ে থাকবে স্থির-চিএ হয়ে।
যদি এমনটা না হয় তবে কি ব্যর্থ হবে আমাদের
ভালোবাসা, তবে কি ব্যর্থ হবে, মনের অনন্ত আশা।
তোমার জন্য অপেক্ষা করা?
না, আমি চলে যাব জীবনটাকে এখানে রেখে,
ছুটব পরবর্তী সেই জীবনে,
যেখানে তুমি শুধুই আমার।
তোমায় পেলে নিজেকে পেয়ে যাব,
আর নিজেকে খুঁজতে হবে না, সেদিন পরিপূর্ণ হব আমি।