ব্যস্ততা আজ হার মেনেছে,
ভোলাতে পারেনি তোমায়।
একাকিত্ব তাই ডাকছে কাছে'
দৃঢ় হয়ে আমায়।
দেখেছিলাম তোমায় নিয়ে কতো শত স্বপ্ন,
হারিয়ে গেলে সুদূরে।
ভালবাসায় ভরে যেত জীবন,
তোমায় পেলে গান গাইতাম কতো মধুর সুরে।
জানি দোষ ছিল আমার,
মন যে হায় না মানে।
এখনো তুমি ভালবাস আমায়,
সে কথা হৃদয় জানে।
যতোই করো মুখে অবহেলা,
নয়ন তোমার বলে সত্য বাণী।
হঠাৎ ভালবেসে ডাকবে আমায় তুমি না জান,
সে কথা আমি জানি!
ওগো সে কথা আমি জানি।