আজ হৃদয়টা বড় মলিন হয়ে আছে তাহার বিরহে,
যেন ধূসর সন্ধ্যায় হারানো কোন সুরের নীরে।
চোখের কোণে জমেছে অশ্রুর নীরব ভাষা,
স্মৃতির পাতায় আঁকা রঙিন দিনগুলোর আশা।
তবু অপেক্ষায় থাকি, হয়তো ফিরবে সে একদিন,
ভালোবেসে ডাকবে আমায়, ভাঙবে বিরহের দিন।