হৃদয় জুড়ে প্রেম ছিল মুখ ভরা ছিল হাসি,
প্রহর ছিল প্রকাশ করার তোমায় ভালোবাসি।
আজ তুমি বহুদূর_জানিনা যাচ্ছ কোন কুলে,
দুচোখে দেখিয়েছিলে কত স্বপ্ন আমায়_
এখন গিয়েছ সব ভুলে।
ইচ্ছে হলেও পারিনা_মন থেকে হাসা বারণ,
হারিয়ে ফেলেছি তোমায়_এটাই সদ্য কারণ।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে_
মন বাড়িয়ে ছুঁই,
এতোটা ভালোবাসি তবুও! বুঝলি না'রে তুই।
মনের ঘরে শুধুমাএ_তোরই স্মৃতি বোনা,
তুই বিহীন শূন্য এখন হৃদয়ের সব কোনা।
তুই ছাড়া যে কাটে দিন_
রাত কাটেনা কিছুতে,
শ্রোতের মতো ছুটছি, তবুও স্মৃতি হাঁটছে পিছুতে।