পরন্ত গোধূলিতে স্মৃতিময় অনুভবে
তোমার শূন্যতা,
জানা নেই এভাবে আর কতো
পাবে কি কভু পূর্ণতা।
জীবন যতোই হোক ক্ষুদ্র
তবু প্রাণে সহে না বিচ্ছেদের জ্বালা,
আয়ানের ঘরে তুমি রাধে
শতবর্ষ অপেক্ষায় পুড়েছে কালা।
ভালোবাসলেই পেতে হবে তাকে
নেই এমন কোনো চুক্তি,
ওগো প্রিয়ে আমি যে মানুষ
কিভাবে হবো মায়াজাল থেকে মুক্তি।
চেষ্টা করি হৃদয়কে বোঝাতে প্রতি ক্ষনে,
ওপারে হবেই দেখা আমাদের,
তুমিহীন কাটাতে হবে এই ত্রি-ভুবনে।