আদরে সোহাগে করিলে মানুষ, মা'গো তুমি,
কি আছে, কি দিব তাহার সমতূল্য,
কিছু নাহি তার জানি।
দশ-মাস পেটে ধরে কত কষ্ট করে,
দেখালে দুনিয়ার আলো।
তুমি না থাকিলে কি হত গো মা,
ছিলাম যে অন্ধকারে, ছিল সে জগত ঘোর কালো।
পারিতাম না বলিতে কথা,
বুঝে নিয়েছ তবুও তুমি লেগেছিল যখন ক্ষুধা।
বুকের অমৃত পান করেছি,
আমায় দিয়েছ কত মধু-ভরা স্নেহের আচল সুধা।
পরকে আপন ভেবে মা'গো করিলাম বড় ভুল
বাসিলাম কত ভালো,
এই পৃথিবী স্বার্থে ভরা, তুমি ছাড়া যে শূন্য লাগে
মা'গো লাগে আঁধার কালো।
জীবনের পথ হেটে ক্লান্ত হলাম,
কোথাও ঘুরে পেলাম না ভালোবাসা এমন।
মা'গো তুমি স্বার্থ চাওনি, চাওনি কোনো প্রতিদান,
তোমার কোলে মাথা রেখে অনন্ত শান্তি পায় মন।
হবে না লেখা শেষ কখনো, বাক্য নাহি আছে কিছু,
কি লিখিব মা'গো তোমায় নিয়ে,
পৃথিবীতে নাই তাহার সমান কিছু।
শরীরের চামড়া কটিয়া যদি,
পড়াই পায়ে জুতা বানিয়ে,
তবুও ঋণ শোধ হবে না এ-জীবন দিয়ে।