এমন কথা তুমি বলিবে না কাউকে।
শুনে মন তিক্ততায় ভরে যায়,
বিষে যে প্রাণের মৃত্যু,
কথার বিষে মৃত্যু হয় মনের!হায়।
ফুলের আঘাতে যেমন হয়না কিছু,
ক্ষত হয় শুধু হৃদয়ে।
দিওনা কাউকে এমন আঘাত,
মুখের কথায়,
ফুলের আঘাতে পায়'না যেন সে বিষের স্বাদ।
ব্যবহার সদা'ই করিও ভাল,
সুপথে জ্বালিও জীবনের আলো।
বিপদে করিবে না কখনো ভয়,
সর্বদা সত্য করিবে জয়।
মধুমাখা থাকে যেন মুখের কথায়,
দিও না কখনো বিষের অনুভব,
ইচ্ছে তোমার পূরণ হবেই সব।