হঠাৎ দীর্ঘ আয়ু পর যখন তোমার সাথে দেখা হবে,
হয়তো কিছু এমনই হবে কথা,
গোটা একজীবন কাটিয়ে দিলাম দুজনে,
বুকের মধ্যে চেপে রেখে না পাওয়ার ব্যথা।
— কেমন আছো?
— একজন রোগী যেমন থাকে, ডাক্তার ছাড়া।
— মানে?
— ডাক্তারের চিকিৎসা না পেয়ে যেমন
রোগীর অসুস্থতা বাড়তে থাকে,
ঠিক তেমনই তুমিহীনতায় বাড়তে থাকে মনের অসুখ।
তোমাকে দেখতে না পাওয়ার কষ্ট বুকে চেপে
এগিয়ে যাচ্ছি মৃত্যুর নিকট।
— কিন্তুু, আমি তোমাকে এখন আর ভালোবাসি না।
— আমি জানি, কতোটা ভালোবাস আমায়,
শুধু প্রকাশ করা বারণ।
সম্পর্কের বন্ধন আবদ্ধ করে রেখেছে তোমাকে, কিন্তুু
মন তো বাঁধতে পারেনি।
— তুমি চাইলে আমাদের মিলন হতে পারতো!
— সব ইচ্ছে কখনো পূরণ হয় না।
এই যে তুমিও কতোটা ভালোবাস,
বলে দিচ্ছে ঝরে পরা অশ্রু,
এর থেকে বেশি আর কি চাওয়ার থাকতে পারে।