তুমি চলে যাচ্ছ বলেই
আকাশে কালো মেঘ হয়ে
ঝড়ছে কতো অশ্রুজল।
আকাশ চিড়ে যেন প্রকাশ করছে
তোমার চলে যাওয়ার বেদনা।
তুমি ছিলে পাশে,তাই নীল আকাশে
উড়ে বেড়াতাম সারাক্ষণ।
আজ যেন মনে হচ্ছে
সেই ডানা দুটি ভেঙে পরে গিয়েছে।
ডানা-বিহীন এই আমি,
বৃষ্টির মাঝে গড়াগড়ি খাচ্ছি পথে পথে।
জানিনা আবার দেখা হওয়ার মাঝে
কতযুগ দূরত্ব থাকবে,
কতোটা নিমেষ-তরে পাব তোমার ছায়া।
শুধু মনে রেখ চোখ বুঝিলে'ই তোমায় দেখি,
রয়েছো মনের খুব কাছে
একান্ত-একমাএ প্রিয়মানুষ হয়ে।
সারাজীবন থাকবে এই মনের বাঁধন,
আমি যুগ যুগ অপেক্ষা করব
তোমায় একনজর দেখার জন্য।