হারিয়ে গিয়েছি অনেক দূরে,
তোমরা আর কভু ডেকো না পিছু মোরে।

কতো যন্ত্রণা সহ্য করে এবার হতে পেরেছি একা,
যতোই ডাকো, আর দিব না তোমাদের মাঝে দেখা।
ভয়ংকর ভাবে হারিয়ে গিয়েছি একা থাকার মাঝে,
দূরত্ব অসীম, তবুও হৃদয়ে বিরহ সুর নাহি বাজে।

আবার সেই বন্ধনে আবদ্ধ করতে চাও?
যেখানে প্রেম নেই, নেই কোনো মায়া, ভালোবাসা।
যেখানে নেই নির্মল হৃদয়,
শুধু ঘিরে আছে চারিপাশে দুরাশার ছায়া,
বেদনার কুয়াশা।

আমাকে আবার সেখানে বাঁধতে চাও?
যেখানে নেই মন খারাপের ঔষধ, প্রিয়তমা,
না, তোমরা এসো না, সব দূরে সরে যাও।
হারিয়ে গিয়েছে হৃদয়ের করুণা, যা ছিল জমা।

না আমি চাইনা আর এই বন্ধন, ছিঁড়ে যাক সব,
হতে চাই আর বেশি একা, আপনারে করিতে অনুভব।
চাই হারিয়ে যেতে বহু দূরে, ভুলে গিয়ে সব।
যেন কখনো না হয় তাহার সনে দেখা।

যেখানে খুঁজে পাবে না কেউ,
আর কখনো আসবে না আঁখিতে অশ্রুর ঢেউ।
আর বেঁধো না মোরে, এই মায়ার সংসারে,
এবার আপনার মাঝে খুঁজে পেতে চাই আপনারে।