হরি নামের জপ করো, কাটবে সব ভয়,
শান্তি পাবে অন্তরে, মিলবে পরম জয়।
দুঃখ-শোক আর থাকবে না, মুছে যাবে ব্যথা,
হরি নামেই সুখ লুকানো, ত্যাগ করো ক্লেশ-ব্যথা।
নামে শক্তি, নামে আলো, নামে সব ত্রাণ,
হরি নামের আশ্রয়ে কাটুক জীবন-প্রাণ।