"একা!" — শব্দটির মধ্যেই লুকিয়ে আছে
চরম সুখ, চরম প্রশান্তি। কিন্তুু!
মানুষ একাকিত্ব ভয় পায়।
যে ব্যক্তি মনে করে, সে একা হয়ে গিয়েছে,
প্রকৃত পক্ষে সে কখনো একা হতেই পারেনি।
তাকে ঘিরে আছে একসময়ের কাছে থাকা
মানুষগুলোর স্মৃতি। সে নিজের মধ্যেই সমস্ত কিছুর
বোঝা নিয়ে পথ হাঁটছে। এটা একাকিত্ব নয়।
একাকিত্বের অর্থ হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া।
জন্মের পর থেকে জীবনটা সবাই ভাগ করে নিয়েছে,
আমরা নিজেদেরকে নিয়ে কখনো ব্যস্ত থাকি না।
অন্যের অভাব পূরণ করাই যেন জীবনের লক্ষ্য।
এই ব্যস্ততার মাঝে আমরা একা হতেই পারিনি,
না, কখনো অনুভব করা হয়নি এই সুখময় একাকিত্ব।
যখন এই সত্য হৃদয়ে ধারণ করতে সক্ষম হবেন,
পৃথিবীতে আপন বলে কিছু হয়না,
তখনই প্রকৃত সুখময় একাকিত্ব অনুভব করবেন।
কেবল তখনই হবেন "একা"।