দেখিয়া তোমার ওই হরিণী আঁখি, ওগো প্রিয়ে,
দিশেহারা হয়ে আমি, থাকি যে তাকিয়ে।
সামনে দিয়ে যাও যখন হাঁটি, কোমড়খানি দুলায়ে,
হৃদয়ে ওঠে ঝড়, যেন সব যাই গো ভুলায়ে।

এক পলক দেখা দিয়ে করলে তুমি একি,
যেদিকে তাকাই শুধু তোমারেই যে দেখি।

ভেবেছিনু মনে মনে, দেখা হইবে তাহার সনে,
তুমি কি সেই? যাহার চিএ আঁকিয়াছি মনে, আনমনে।
পরিচয়হীন তবুও হৃদয়ে লেগেছে দোলা, করিয়াছি অনুভব,
কেনো গো তোমার লাগিয়া পরাণ, ছাড়িয়া দিতে চাহে সব।

জানিনা এ কেমন বাঁধনে বাঁধিলে প্রাণ,
পলকের দেখায়, ভেঙে দিলে সব অভিমান।

সুন্দরী, কোথায় ছিলে গো লুকায়ে।
তুমিহীন বসন্ত কত, হইয়াছে গত, জীবনে,
এবার এসে বসো পাশে,
হাতে রেখে হাত, সারা নিশি রাত,
নয়নখানি রাখো মোর নয়নে।