কালের তিমির রজনী ভেদিয়া ফিরিয়া আসি সেই ক্ষনে,
যাহার প্রেমে ডুবেছিল এ-হৃদয়, ভরা যৌবনে।
হারিয়ে ফেলেছি যাকে এই দিনে,
হঠাৎ দেখা দেয় এসে স্মৃতিতে, ভাবতে থাকি আনমনে।

ভুলে যাই সব ভুলিতে পারিনা শুধু তারে, কেন হায়,
তোমরা কি কভু বলিতে পার, কোথা গেলে ভুলা যায়।
দূরে কোথা যাইব বলো, মন যে বাঁধা তারই কাছে,
এতো ভালোবাসিবে মোরে, আর কেহ নাহি আছে।

যেথা রেখেছিল চরণ দুটি তাহার, আলতা রাঙা পায়ে,
কোথা থেকে ভেসে আসে যেন, দিবস রজনী নায়ে।
চলিয়া গেল সে, রেখে স্মৃতিচিহ্ন সব,
ক্যালেন্ডারের পাতা বার বার তারে করায় গো অনুভব।