পৃথিবীটি যেন আস্ত একটি খাতা,
প্রতিনিয়ত লিখছি তবুও শেষ হয় না সেই পাতা।
তোমায় নিয়ে প্রেমের লীলা,
কত-শত ছন্দে বাজিয়েছ বীণা।
হে মোর সখা এ-জীবন ফুড়িয়ে যাবে,
কভু ভালোবাসা শেষ না হবে।
আকাশ-বাতাস,পাহাড়-নদী রবে সাক্ষী,
এভূবণে থাকিব না চলে যাব যবে।
যদি কালি হতো সাগরের সমস্ত জল,
গাছ হতো কলম!
লেখা শেষ হতো যদি মৃত্যুর তরে,
হৃদয় থেকে জানিয়ে রাখি,
বলবে সেদিন প্রকৃতি!
তোমায় কতোটা ভালোবাসি।
থাকিব না আমি যবে,
এই মধুর ভূবণে।
থাকিব না যেদিন,
দেখতে আসিও সেদিন।
কাঁদিয়া ছুটিও দ্বারে দ্বারে,
এপার হতে সে পারে।
প্রিয়, আমার খবর জেনে নিও!
কাঁদিয়া ছুটিও দ্বারে দ্বারে।