চোখে থাকে গল্প, না বলা গান,
অভিব্যক্তির মাঝে হারায় সন্ধ্যান।
কখনো গভীর, কখনো জলরাশি,
কখনো প্রেম, কখনো ভালোবাসার ফাঁসি।

চোখের গভীরে অলিখিত বাণী,
প্রেমের শপথ রাখে অটুট আনি।
চাহনির রেখায় জ্যামিতিক ছন্দ,
ভালোবাসা সেখানে শাশ্বত বন্ধ।

চোখেরই আয়নায় আঁকা হয় ছবি,
কখনো রঙিন, কখনো ধূসর রবি।
দুটি চোখ বলে, “আমাকে বোঝো,”
ভাষাহীন হৃদয়, চোখেই তো খোঁজো!