আজকের চাঁদখানি একটু বেশিই সুন্দর,
চারপাশে নিশ্চুপ হিমেল হাওয়া,
অনুভূতিটা বেশ মনোমুগ্ধকর,
শূন্য হৃদয়ে শুধু তোমায় কাছে চাওয়া।
চাঁদবিহীন রাত সে যেন ঘোর অন্ধকার কালো,
নিশি রাতের জোস্না মাখা-মাখি_
চাঁদের আলো এসে যখন প্রকাশ হলো।
তেমনই অন্ধকারে ডুবেছিল আমার জীবন,
তুমি চাঁদের মত এলে, দুঃখগুলো ভুলিয়ে দিলে।
ভালোবাসায় ভরে উঠেছিল আমার ভূবন।
একটি মাএ চাঁদ দূরের ওই আকাশে ভাসে,
পায় না ছুঁতে কেউ তবুও সবাই ভালোবাসে।
তুমি আমার সেই চাঁদ - হৃদয়ে দিলে যে আঘাত।
নিশি রাতে বসে একা ভাবি,
কেনো এতো ভালোবাসিলি? চলেই যদি যাবি।
এখন চাঁদ দেখিয়া তাই - পিছন ফিরিয়া চাই।
তোমায় নিয়ে স্বরণ করি কতো-শত স্মৃতি,
বাতাসের মাঝে চাঁদের আলোয় বসে
পরান খুলিয়া গাহি শুধু দুঃখের গীতি।