ওগো মনে পরে কি তোমার?
স্কুল ছুটিতে ভিজে ভিজে বাড়ি ফেরা সেই
দিনগুলোর কথা,
আমাদের সেই মিষ্টি প্রেম কাহিনী!
নাকি ভুলে গিয়েছ, হৃদয়ে লুকিয়ে সমস্ত ব্যথা।
মেঘলা আকাশ যেন ভেসে এসেছিল
আমাদের পানে,
হারিয়ে গিয়েছে সেইদিন,
তবুও কেন এইদিন তাকে টানে?
কেন তোমার স্মৃতি আমার বক্ষে আনে।
নেয় পিছু যেন ঘিরে আছে হয়ে ছায়া,
ভুলিতে চেয়েছি কত,তবু সে পাগলের মত,
মরসুম না ভুলিতে দিল তোমার মায়া।