পার হয়ে যায় দিন রঙিন সেই কিশোর-কাল
ছোট্ট ছেলেবেলা,
কতো মধুর সময় ছিল_শৈশবে'র দিনগুলো!
কাগজের নৌকা দিয়ে ভাসাতাম যে ভেলা।
সুখে-দুঃখে ২৩টি বছর পার হয়ে গেল,
যৌবন নদী সজাগ করিবা'র ক্ষণ বুঝি এবার'
ঘনিয়ে এলো।
আসছে বছর আবার_জানি'না কেমন হবে,
জীবনের নতুন অধ্যায়-আর্শিবাদ করিবে'ন মোরে সবে।
অতিতের সব দুঃখ ভুলে,
সুখী হতে পারি যেন' আগামীর'দিনে এ-কুলে।
জন্মদিনের শুভ মূহুর্তে শুরু করব একটি সৃজন ভোর,
জীবন মানেই সুখে থাকার লড়াই_
কাটিয়ে উঠতে পারি যেন সকল কষ্টের ঘোর।