আজ হৃদয়টা বড় মলিন, তারই বিরহ জাগে,
শূন্য মনে ব্যথার আঁচড়, অশ্রু নামে অনুরাগে।

স্মৃতির পাতায় আঁকা ছবি, মুছে যায় ধুলোয় পরে ঢাকা,
তবু কেনো প্রতিটা সন্ধ্যায় বেদনা দেয় ঝাঁকা ঝাঁকা?

তাকে ছাড়া একাকী পথ, নিঃসঙ্গতার গান,
চাঁদনী রাতেও আঁধার নামে, নিভে যায় সব প্রাণ।

তাকে খুঁজে ফিরি আমি, অজানা স্বপ্ন নগরে,
স্মৃতির মেঘে রঙিন হয়ে, সে হাসে অলক ধরে।

শব্দেরা আজ বোবা হয়ে, কেমন করে বলবে ব্যথা?
ভালোবাসা ফুরিয়ে গেলে, ফুরোয় কি সেই পথটা?

তবু আশায় রাখি দ্বার, সে ফিরবে কি কোনো দিন?
বিরহ বুকে আগুন জ্বেলে, কাঁদবে কি সে একদিন?