নির্ধারিত সময়ের কার্য,
সময়ে করা অনিবার্য।
বিলম্বে আসিবে তাহে আলস্য,
আশানুরূপ ফল করে ভস্ম।
এটাই জীবন, নয় শুধুই কার্য,
আলস্যে না করিলে তাহা, মৃত্যু অনিবার্য।
যদি সময় যায় চলে, বিলম্ব হয় খুব,
না করাই ভালো তবে, দিও না সে কার্যে ডুব।
সুখী কে হয়, সংসার যাতনায়,
অসময়ে বাঁধিলে তাহে প্রাণ, জীবন কষ্টময়।
যৌবনে যুদ্ধ, বৃদ্ধে অবসান,
পূর্বের কার্য করিয়া বিলম্ব, দুঃখে ভরিও না প্রাণ।
ক্ষনিক সুখের আশে কেঁড়ে নিবে সব,
এমন লোভে ছিন্ন হবে, জীবনের অনুভব।
নির্ধারিত সময়ের কার্য,
সময়ে করা অনিবার্য।
বিলম্বে আসিবে ভয়, হৃদয়ে ঘিরিবে সংশয়।
বাড়িবে আশা, যদি বৃদ্ধকালে দুঃখ হয়।
যদি পড়তেই হয় গলেতে সে মালা,
করিও না বিলম্ব, বাড়িবে অধীক জ্বালা।
এর চেয়ে বরং থাক,
না জড়িয়ে সংসারে, সুখেতে জীবন চলে যাক।