মাটি কহে, বৃক্ষ! আছো বড় সুখে,
অত্যাচার সব, শুধু আমারই বুকে।
বৃক্ষ হাসিয়া কহে, ওরে ভাই মাটি,
এতো ব্যথা সহ, তাই তো তুমি খাঁটি।
মাটি কহে, বৃক্ষ! ভাগ্য তোমার দুঃখে ভরা,
মানুষ হয়েছে বুদ্ধিহীন, আমাদের কি করা।
বৃক্ষ কাঁদিয়া কহে, আয় ভাই বুকে আয়,
মানুষের অত্যাচারে, পরান যে ফাঁটিয়া যায়।