যতোবার বৃষ্টি আসে তীব্র রোদের পরে,
যেন মনে করিয়ে দেয়-গো, শুধুই তোমারে।
হৃদয়ে হানা দেয় একটুখানি নিদারুণ ব্যথা।
অতৃপ্ত আশা!
দুজনে বৃষ্টিতে ভিজে ফাঁকা রাস্তায়,
হাতে রেখে হাত_নিশি-জাগা রাত'
বলা হতো হাজার কথা।
আজ তুমি পাশে নেই
তবু বৃষ্টির মাঝে এসে দিয়ে যাও দেখা,
দু-কাপ চা'য়ে বারান্দায়,
পাশে আছ তুমিও' ভাবি বসে আমি একা।
প্রতি চুমুকে তোমার কথার সুর,
লাগতো কতো'ই সুমধুর।
শীতল বাতাস মনোরম পরিবেশ,
অনেক তৃষ্ণার পর বৃষ্টির মাঝে,
তোমায় ভেবে আজ' সময় কাটালাম বেশ।