জীবনটাকে দূর থেকে দাঁড়িয়ে দেখছি,
তাকে ছেড়ে এসেছি সেই কতো কোটি বছর পূর্বেই,
অথচ জীবনের যাএা শেষ হচ্ছে না।
এই বহুদূরের পথ কবে পার করবে সে!
অপেক্ষা যে আর সহে না। (মৃত্যু)
কি প্রয়োজন ছিলো আমার,
সময়ের পূর্বেই তাকে ছেড়ে আসার।
না চাইনি জীবনকে ছাড়তে।
কিন্তুু, তারা যে আমাকে বাধ্য করলো,
দূরে ঠেলে দিল সবাই, কেউ ভালোবাসলো না।
কেউ আপন করে নিল না, হাত ধরে কাছে ডাকলো না।
না, তোমরা কেউ আমাকে
জীবনের সাথে কাটাতে দিলে না জীবন।
তাই আজ চিরতরে বিদায় নিলাম।
না, আর কখনো ফিরবো না,
অপেক্ষা করবো শুধু তার (মৃত্যু) দূর থেকে দাঁড়িয়ে।