এইযে কতো-শত মানুষ মৃগের মতো ছুটছে,
পাশ দিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি, অথচ
এই ভিড়ের মধ্যেও আমি একা।
জীবনের এই ভাঙা পথ হেঁটে শুধু সঞ্চয় করলাম
সঙ্গী-বিহীন সমুদ্র সমান শূন্যতা আর একাকিত্ব।
হঠাৎ শূন্য আকাশ আমাকে দেখে হাসছে আর বলছে,
আমি তো বন্ধু হিসেবে খারাপ নই,
দুহাত মেলে দেখ — তুই আমি এক
আমার সম্পূর্ণ জুড়ে উড়ে বেড়াতে মানা কই!
সবুজে ঘেড়া প্রকৃতি বললো,
আমার থেকে সুন্দরী আর কে আছে!
কে দিতে পারে এই শীতল হিমেল হাওয়া,
হৃদয় জুড়ানো প্রেম আর প্রশান্তি।
এই সংসার, সে যে কেবলই দুঃখময়
মনের শান্তি দিবে! - সে কি করে হয়।
এইযে কতো-শত মানুষ মৃগের মতো ছুটছে,
পাশ দিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি, অথচ
এই ভিড়ের মধ্যেও আমি একা।