কত বর্ষা এসে চলেও গিয়েছে,
তবু তোমায় আর ভোলা হলো না।
ভরা নদীতে তোমায় নিয়ে নৌকায় ভাসব বলে
আজও বসে থাকি অপেক্ষায়,
তোমার হাতে ফুলের গহনা পড়াব বলে
শাপলাগুলো আজও ফুটে আছে,
সেই ইচ্ছে আর পূরণ হলো না।
যেমন মেঘ ঘুরে আসে আকাশে বৃষ্টি হয়ে,
ঠিক যেন তুমিও বারবার,
ফিরে আস আবার আমার নীড়ে।
সেই বৃষ্টি শরীরের প্রতিটি অঙ্গে বিস্তৃত হতে থাকে।
তোমার স্মৃতিবৃষ্টিতে ভিজে অশ্রুজল মিসে,
আমাকে ভাসিয়ে একাকার করে দেয়।
রাএী জাগা নিশীথে, কোটি তাঁরার মাঝে
যখন চাঁদ জ্যোৎস্না ছড়ায়,
তুমি আমার নিঃসঙ্গ রাতের সঙ্গী হবে।
সেই ইচ্ছে আর পূরণ হলো না।
ঋতু পালটে যেমন ছাড়-খার করা তীব্র খরা আসে,
তৃষ্ণায় ধুঁকতে থাকে বুক,
তুমি জল হয়ে এসে আমার প্রাণ সতেজ করে দিবে।
তোমার একটি পলকের দেখা জুড়িয়ে যাবে হৃদয়।
সেই ইচ্ছে আর পূরণ হলো না।
ফাল্গুনে যেমন সবুজের মেলা বহে,
আবার প্রকৃতির মাঝে ছোট্ট পাতা গজায়,
ধীরে ধীরে তেমনি শুরু থেকে
নতুন করে আবার তোমারই প্রেমে পড়ি।
ছেঁয়ে যায়, রঙিন হয়ে ওঠে মনের পরিবেশ।
কত সুন্দরী রমণী এলো, তবু তোমার দ্বারে
ভালোবাসা রয়ে গেলো জীবনভর।
তোমায় দেখার স্বাধ
আমার কোনোদিন ফুরবে না।
মৌসুমের মতো, প্রতিটি ঋতুর মতো
তুমিযে নতুন রূপে ধরা দাও।
আমি নতুন করে আবার তোমারই প্রেমে পড়ি।
জানিনা,
বোধ-হয় এটাই আমাদের ভালোবাসা ।