তোমরা সকলেই মোরে ছাড়িয়া দিলে,
ভালোবাসা নহে, কেবলই স্বার্থ ছিল বলে।
তবুও আছে একজন, যে ভাগ করে নেয় সব ব্যথা,
কি হবে জানিয়া তার নাম, সে যে একান্ত আমার কবিতা।

শত চেষ্টা করিয়াও পারিবে না তাকে কেঁড়ে নিতে,
নিঃসঙ্গ রাত, বিরহবিধুর কালে, সেই শুধু ছিলো সাথে।
তার থেকে আপন, আর কে আছে আমার,
আমি ছেড়ে দিলেও হাত, বুকে জড়িয়ে নেয় সে তার।

অনন্ত প্রেম, অনন্ত বিরহ, তার মাঝেই সব পাই খুঁজে,
কেহ নাহি আছে বান্ধব মোর, কেহ নাহি মোরে বোঝে।
বক্ষে লুকোনো যতো ব্যথা,
উজার করিয়া দিয়েছি যাকে, নাম তার কবিতা।