আমি হারিয়েছি অনেক'কে আমাকে হারায়নি কেউ,
যেমন, ভরা নদীতে স্রোতের সাথে মিশে যায় ঢেউ।
এজগতে আপন বলি কাকে হায়,
যাকে বুকে জড়িয়ে ধরি,
সেই-যে দূরে চলে যায়।
শতপথ ঘুরে আবার সেখানে আসি ফিরি,
যেথা মোর প্রেয়সী থাকে বক্ষ জুড়ে সদা ঘিরি।
এ ভাবনার খেলা শেষ হবে না কি কভু?
সূর্যাস্তের সময় হলো, জীবনের বেলা ফুরিয়ে এলো।
নতুন করে জীবন গড়তে দয়া করো হে প্রভু।
হৃদয় পুড়িতে উঠেছে ঝড়,
যখন ভেবেছি করিব তোমা' পর।
পারিনা বুঝিতে কঠোর এ বাঁধন,
নিয়ন্ত্রণ হারিয়েছে কি চায় এ-মন?
অসহ্য হয়েছে প্রেমের ফাঁদ,
আটকে আছে গলায় কাঁটার মত,
নির্ঘুম কেটেছে অজস্র রাত।
হৃদয়ে জমেছে পাহাড় সমান ক্ষত।
তবু কেন হায়, মন যেন চায় বারবার,
বড় সাধ জাগে দেখিতে তোমার চাঁদ মুখ,
বিচ্ছেদে পুড়ে ছাই হব আবার।
এ-দুঃখ নহে দুখ এ যে মোর অনন্ত সুখ।
এ-শহর ছেড়ে আমি পালাব কোথায়।
যেথা ভরা প্রেয়সীর স্মৃতিমম,
কোনো রতন নাহি আছে, তাহার তুল্যসম।