অগোছালো চাঁদের আলোয় সব তারারা ঘুমিয়ে পড়লে,
কিছুটা জোছনা এখনও ঠিকরে পড়ে তোমার ছায়ার পাশে।

তুমি বলেছিলে – চলো আজ রাত্রি দেখি
গভীর শান্ত একটি রাত আর তার নির্ভীক নীরবতা দেখি…

নিরালায় ঢলে পড়া অভিমানী ঘুমগুলো
তারপর আর কোনও দিনই ফিরে আসেনি আমার চোখে!
তারপরও না, আজও নয়!

রাতটির নাম রেখেছি অন্তরা…