আমার মৃত্যুর পর
আমায় সাজাস্ না চিতায়!
পুঁড়েছি বার বার,
জ্বলেছি অনেক এ জীবনদশায়!
আমার মৃত্যুর পর
আমায় পচাস্ না গহবরে!
চাইনা হতে কবর,
পচে গলে দুর্গন্ধে ছিলাম যে দরবারে!
আমার মৃত্যুর পর
ছুঁড়ে ফেলিস্ তোর সমাজের বহুদূর...
কিছু দায় আছে আমারও –
ক্ষুধার্ত শকুনের খিদে মেটানোর।