বায়োমেট্রিকের আলতো ছোঁয়া –
খুলে যায় অপার্থিব স্বর্গের সুড়ঙ্গের মুখ
কয়েকটি সবুজ পর্দার ঝলমলে আলো
খোশখেয়ালে ফিরিয়ে দেয় নিওয়েন এর ফেকাসে ক্লোন
আর নীরব বাতি ছায়ার অতীত।
যা কিছু জীবনশূন্য
তাও স্পর্শ করে অনুকৃতি প্রাণ সাদৃশ্য জন্ম
আবেগে ভিজে ওঠে কখনও আলো কখনও অন্ধকার।
মেটাভার্স দুনিয়ার দ্বিতীয় পৃথিবী চুমু খায় এই পৃথিবীর বুকে
আরও একবার অবমুক্তির অজুহাতে।
অন্ধকার হতে চেয়ে সূর্য ডোবার অপেক্ষায় থাকি
ভুলে যাই মাঝে মাঝে গেরণও লাগে!