প্রতিটি অর্ধেক কবিতাও
সলতের শেষ বিন্দু তেলের শিখার মতন
দপ দপ করে ওঠে…
তবুও যে জ্বলে থাকার অদম্য ইচ্ছে নিয়ে আসে।
থরে থরে যখন আলো নিভে আসে
প্রদীপের সাথে কবিও মিশে যায় গেরণের পথে
কবিতারে বেচতে অথবা কবিতারে বাঁচাতে!
তারপর শুধুমাত্র একটি সরলরেখা!