শিখেছি - খালি পেটে ভাতারের খিদে মেটানো
দেখেছি - ভাজা হওয়া পাতে পোয়াতির পেট ভরানো
জেনেছি - অন্ন দানে, না খাওয়া ভ্রূণ মরেছে গার্বেজে
ভেবেছি - কেউ কেন বেচে! নিজেকে ভিন্ন সাজে।
শুনেছি - আগামী বিকোবে সুধারসে পরনের প্রাণেতে
খুঁজেছি - অমৃত রাত পোহানোর ঘেমে যাওয়া ঘ্রাণেতে
জেগেছি - কত রাতে চৌরাস্তার কালো গলিটার মুখে
পুড়েছি - অযত্নে সবকালে গোপন খিদের নগ্ন বুকে।
জ্বলেছি - সোহাগের বিকৃত আদরে অতৃপ্ত শরীরে
লিখেছি - বিষাক্ত শব্দের মিলন কোষে নীলছবির গভীরে
ভেসেছি - কতবার বেহুঁশক্ষনে তুফানের অপ্রেমের দ্রবণে
উঠেছি - পড়ন্ত বিকেলে জাগবো রাত অচেনা দেহমিশ্রনে।
________________________
"প্রভাত সূর্য" - রাজবেড়িয়া, উত্তর ২৪ পরগনা
ত্রয়োদশতম বর্ষ, শারদ সংখ্যা - ২০১৯
এই কবিতাটি প্রকাশিত হয়