নিভস্ত দুপুরে শাদা মেঘের ছায়ায়,
দেখা হয়েছিল তোমার সাথে,
নরম রোদের ছাউনিতে।
জনসাগরে পাশাপাশি বসে, না ছোঁয়া ভিড়ে,
দেখা হয়েছিল তোমার সাথে,
মাঘের মিঠা হাতছানিতে।
উদাসী হওয়া প্রকৃতি তখন অতর্কিতে মেঘলা মনে;
পথ চলেছি তোমার সাথে,
ঠাহর নদীর সিকতা পাড়ে।
অকাল ঝর্ণা নীরব হয়ে ইলশেগুঁড়ির ক্ষণিক ছিটায়
হলুদ ছাতার শিক ধরে
নেমে আসা -
উদকণার সিক্ত ধারায়।
দেখা হয়েছিল তোমার সাথে,
কথা না হওয়া প্রেম বিলোতে।
দিনমানে, সেই এক প্রহরে,
হয়তো…
গড়ে ওঠেনি কোনো জীবন কহন!
নিশ্চুপে তাই দুই কোনেতে,
বেঘোর চোখের আলিঙ্গন!
মেঘ ভাসিয়ে নীল দেওয়ালে
আকাশবাণী দুই রেলগাড়ি –
ছুটছে শুধুই ছুটছে, আর দিয়েছিল কোন মেরুপারি।
প্রথম দেখার শেষ নিহারা,
কবুলনামা হয়নি লেখা -
তোমার আমার আবার দেখা।
দেখা হয়েছিল তোমার সাথে, স্নিগ্ধ হাসির ঠোঁট দুলে,
তখন তোমার প্রথম বয়স, প্রথম খোঁপার মেঠো ফুলে।
এখনও আমার জোনাক রাতে -
খেজুর পাতার ঝিকুট’পরে
কাস্তে চাঁদি উঁকি মারে,
হয়তোবা তোমায় খোঁজে, নিঝুম বনে।
সেই তুমি আর নও যে তুমি!
সেই আমি আর নই যে আমি!
দেখা হয়েছিল তোমার সাথে,
স্মৃতির নাগাল দু'হাত হাতে,
পথচলা মন রেখে হাতে,
পথ চলেছি তোমার সাথে,
দেখা হয়েছিল তোমার সাথে!
দেখা হয়েছিল তোমার সাথে!