পল্কা ঘাস পথে –
বৃষ্টি জলের খামে ভরা ঠিকানা রাখা আছে,
নীল সাগরাকাশের মিলনবিন্দুতে – ঠিক অই কোণে
সেখানে পৃথিবীও সম্পূর্ণ থেমে আছে।

বাদাড়ের গহীনে চড়াইয়ের কোলাহল –
জল গুলোরে ডেকে আনে তাদের কাছে;
একটু পরে বৃষ্টিও নেমে আসবে – এই উৎসবে।

আমি তখন ঠিকানার পথচিহ্নের সন্ধানে –
একা হতে চলেছি নিজের কাছে!

খানিক রোদের আড়ালে প্রজাপতি একফালি ছায়া দিয়ে গ্যাছে।

পৃথিবীর সমতলের মায়া ছেড়ে অনেক উপরে তখন,
আশাহীন বাতাসেরও গান শুনেছি! –
এক পাহাড়ি নদীর ঝরে পড়া আবহ সংগীতে!

কত পথ এখনো যে বাকি এই পৃথিবীর ‘পরে!