হৃদয়ের টানাটানি চালিয়ে যাও,
যতক্ষণ না চোখ লাল হয়।
মনের গহ্বরে রক্ত চলাচল বন্ধ
না হওয়া পর্যন্ত।
স্মৃতির ধাপে ধাপে শুধুই কাঁটা।
স্মৃতি এক এমন জিনিস,
যতবারই বুকে আসবে, জ্বালা করবে।
নিশ্চিন্তে দু পা মেলে বসলেই,
তাদের আগমন।
পরাণে গাঁথা যত কষ্ট, বেদনা,
দুঃখ, সব ছুড়ে ফেলতে চাই।
কিন্তু যেতেই চায় না।
রক্তের সঙ্গে মিশে আছে।
প্রতিটি কণার সঙ্গে, জোঁকের মতো।
সহ্য শক্তি বাড়াতে হবে,
পাথর দিয়ে?
না আনন্দ, না মৃত্যু?
সেদিন আর তাদের সঙ্গে দেখা,
হবে না।
যেদিন চোখের পাতা দুটো মিশে যাব,
চিরকালের জন্য।