খোলা হৃদয়ে তব ভাইয়ের নিয়তি
আজ উদ্দীয়মান।
কাহারো বা সংসার শূন্য আজি
হা হা কারির জয়গান।।
কোমল, স্নিগ্ধময় দিদির কম্পিত হাতের
অমূল্য ফোঁটা।
কাহারো কপালে জোটে,কাহারো
কপালে ভার হয় জোটা।
অনেক ভাই আজ ভিক্ষায় কাতর
জন্ম জন্মান্তর
যাদের বসবাস চিরকাল, দেশের
দুর্গম ওই প্রান্তর।
ললাট ললিত ললাম লহিয়া ধরনি
এ কেমন কৃশানু।
অনশ্বর জীবনের এই অনুবিধি কূলহীন
যেন অঙ্গহীন কু তনু।
অন্ধ চেহারা তুলিল ঝড় শূন্য
দিদির কোলে
শূন্য ভাইয়ের কম্পিত ব্যাথা
বোঝে কী সকলে ।
সকল ভ্রাতার লোচন পূর্ণ
জলের টই-টই
একদিন পরান বিঁধিয়া বলতেই হবে
"আমার কাজলা দিদি কই"।