সকলেই ঘুমিয়ে পড়েছে,
শুধু আমিই জেগে আছি।
হয়তো বেঁচে আছি,
না হয় মারা গিয়েছি।।
আজ আমি কোথায়,
আর কোথায় ছিলাম একদিন।
এবার ভীড়বে তরী সাগর তীরে।।
অশ্রুর কী শেষ আছে?
সে নেমেই যাবে।
অশ্রুর শেষ নেই,
শেষ তো শরীরের হয়।।
যা আজ অতীত, অতিথি।।
আর কী কুড়িয়ে পাবো
সেই ফেলে আসা দিন গুলো?
যেখানে,
রাত্রি হলেই ঘুমানোর কতো তামাশা।।
স্মৃতির গভীরে লুকিয়ে থাকা সেই সুর,
"ভোর হলো দোর খোলো
খুকুমণি ওঠ রে!"
আজ তা আর নেই।।
জীবন টা হয়েছে
ভাঙা জলের এপার ওপার।।
যে জলে শরীর আছে,
প্রাণ নেই।।
স্পর্শ আছে,
ভেদ নেই।।
আর একবার হাঁটবো,
মুক্ত লাটাই ঘুড়ির মতো।।
যেখানে রইবে রংবেরঙের
অনেক আকাশ আর,
সরে সরে যাওয়া নানা বাতাস।।
আকাশ ভালোবাসি।।
শৈশবের আকাশ।।
কখনও নিস্তব্ধতা,
কখনও উপন্যাস,
আবার কখনও বিনাশ।